এ.বি.এল’এ ইন্টারভিউ দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল এক যুবক
গাজীপুরের কালীগঞ্জে সুইং শাখায় ইন্টারভিউ দিতে গিয়ে রহস্য জনক ভাবে লাশ হয়ে বাড়ি ফিরল। কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের হরিলাল দেবনাথের ছেলে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাহাদুশাদী ইউনিয়নের খলা পাড়াস্থ্য এ.বি.এল চায়না ফ্যাক্টরীর ভেতরে।
নিহতের পিতা জানায়, আমার ছেলে সুমন দেবনাথ ঘোড়াশাল এলাকার প্রাণ আরএফএলের গার্মেন্টস শাখার সুইং অপারেটরের কাজ করত। গত সোমবার এবিএল থেকে তাকে ইন্টারভিউ দিতে মোবাইল ডাকে, সে মঙ্গলবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে এবিএল এর উদ্দেশ্যে বেরহয়।
একটি সূত্রে জানা যায়, ওই বোর্ডে বোর্ডের কর্মকর্তরা অপ্রাসঙ্গিক প্রশ্নকরে তুলে তাকে অপমান করে যা সে সহ্য করতে না পেরে ৫তলার ছাদ থেকে লাফিয়ে পরে আত্ম হত্যা করেছে। এদিকে এবিএল কোম্পানির এডমিন মাহমুদুল ইসলাম জানান, কোম্পানির এক সিকিউরিটি তাকে জানান যে, নিচে একটি লোক পড়ে আছে। আমি গিয়ে দেখি এবং এম্বুলেন্স করে বিকেল আনু: ৫টায় কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসি।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইউনুছ কবির জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ঘটনাস্থলে তদন্তের জন্য অফিসার পাঠিয়েছি এখন বলা সম্ভব না।