এস,এস,সি ব্যাচ বন্ধুত্বের বন্ধন ৯৭ গাজীপুরের উদ্ধ্যাগে ১৬শ অধিক সদস্যের এক মিলন মেলা হয়েছে
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি :
রং বেরঙ্গের সাঝে আজ সকালে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব্ রিসোর্ট এন্ড কনভেনশন হলে সারা দেশ থেকে ১৬শ অধিক পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে আগতদের মহা-মিলন মেলায় পরিণত হতে দেখা গেছে।
এস,এস,সি ব্যাচ বন্ধুত্বের বন্ধন ৯৭’র ইমরান খান সঞ্চালনায় ও কাকন তালুকদারের সাবির্ক তত্বাবধানে দিন ব্যাপী মিলন মেলায় মহাৎসবের পরিনত হয়েছে। মহিলাদের সতিনের ছেলে নিতে চায়না কেউ কোলে, শিশুদের বিস্কুট দৌড়, মারবেল দৌড় ও বাদাম কুড়ানো, জমেউঠে পুরাতনদের মিলন এবং আড্ডা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগত অতিথিদের গিফট হিসেবে মাকস্ টি-সার্ট ও মগ উপহার দেয়া হয়।