এবার স্ত্রীসহ করোনায় আক্রান্ত হলেন সোনাগাজী ইউএনও
এবার ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত ও তার স্ত্রীকরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সত্যতা নিশ্চিৎ করেছেন ইউএনও নিজেই। বর্তমানে তারা নিজ ভবনেই আইসোলেশনে আছেন এবং সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা উৎপল দাশকে সার্বিক বিষয়ে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, ‘গত এক দিনে উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষায় সাতজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইউএনও, তার স্ত্রী আক্রান্ত হলে তাদের বাসার এক নারী রয়েছেন।’
এ বিষয়ে ইউএনও জহিরুল হায়াত বলেন, গত শনিবার থেকে হঠাৎ করে পরিবারের তিনজনের জ্বর অনুভূত হয়। তাদের শরীর ও গলা ব্যথাও শুরু হয়। পরে বুধবার করোনা পরীক্ষার জন্য তিনি ও তার স্ত্রীসহ তিনজন নমুনা দেন।
তিনজনের নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। এরপর থেকে তারা উপজেলা সদরে সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন। বর্তমানে জ্বর সর্দি আছে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।