ডেক্স প্রতিবেদক :
আবারও পুরান ঢাকায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট। পুরান ঢাকার মাহুতটুলীর একটি চার তলা ভবনের নিচতলায় পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জিয়াউর রহমান। ইতিপূর্বে বেশ কয়েকটি পলিথিন, রাসায়নিক কেমিকেল দোকান ও গ্যাস বিস্ফোরনে কয়েশ মানুষের প্রান গিয়েছিল।
তাৎক্ষনিক ভাবে কিছু না জানতে পারাগেলেও তিনি বলেন, আপাতত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য ভাবে কাজ করছেন।