কালীগঞ্জে এনা পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে নলছাটা কালভার্টে, বিদেশগামী ১৫ যাত্রীসহ ৩৬ জন আহত
মুজিবুর রহমান।
গাজীপুরের কালীগঞ্জে এনা পারবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে নলছাটা কলভার্টে সংঘর্ষে বিদেশগামী ১৫ যাত্রীসহ ৩৬ জন আহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৫টায় এ ঘটনাটি ঘটেছে। চালককে আটক করেছে পুলিশ।
জানা যায় গতরাত সাড়ে ১২টায় সিলেট থেকে এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব, ১৪-৭৮৮৬ নং যাত্রীবাহী বাস ৩৬ জন পেসেন্জার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ারা দেয়। যাত্রীরা অভিযোগ করে বলেন সিলেট ত্যাগের পর থেকেই বাসটি বেপরোয়া ভাবে চালাতে শুরুকরে। ঘন কুয়াশা আচ্ছন্ন সড়কে দ্রæত গতিতে চালিয়ে অবশেষে কালীগঞ্জ উপজেলার নলছাটা আসতেই নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টে আঘাত করলে বাসটি বামপাশে উল্টে যায়। এতেকরে বাসের সকল যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই আব্দুল আ্উয়াল ঘটনাস্থলে এসে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে বাসটির চালককে আটক করেছে থানা পুলিশ। বেশ কয়েক জন বিদেশগামী যাত্রী লাগেজের জন্য অপেক্ষা করতে দেখাগেছে।