ঈস্বরদীতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু
ঈস্বরদী প্রতিনিধি :
ঈস্বরদীতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১ ঘটিকার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাকশী রোড তিনকোনা পুকুরে যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ঈশ্বরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, নিহত যুবকের নাম মীর সাঈদুল ইসলাম সবুজ ( ৩৭) সে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোড জিগাতলার বাসিন্দা ও মৃত মীর আব্দুর রহিম মান্নানের ছেলে।
নিহতের ভাই উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো জানান, ২০০৩ সাল হতে সবুজ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।
সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো এবং হেরোইন সেবন করতো বলে এলাকাবাসীরা জানিয়েছেন।মাদকাসক্তের কারনে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গিয়ে অন্যত্র বিয়ে করে।
ঘটনাটি স্বীকার করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ । বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান। পুকুরে ভাসমান অবস্থায় যুবকের মৃতদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।