# আমি লাশ বলছি #
মো: মুর্শিদ উজ জামান
আমি লাশ বলছি ……
শোন তোমরা শোন , একটু ফিরে তাকাও
যেওনা যেওনা আমায় এভাবে একা ফেলে ,
দেখো দেখো ..আমি তোমাদেরই আপনজন
ক্ষনকালের ব্যবধানে আমায় লাশ বানিয়ে দিলে?
এই তো মাত্র কয়েকটা ঘন্টা আগের কথা
তোমরা সবাই তো আমার পাশেই ছিলে ,
আমার বুকে হচ্ছিলো প্রচন্ড ব্যথা
এদিক ওদিক ছুটোছুটি করছিলে তোমরা নিয়ে শত ব্যকুলতা।
তুমি তো আমার হাতটা ছোড়োনি ধরেছো শক্ত করে
হাত ,পা ,মাথা বুলিয়ে দিচ্ছিলে সেবিছ্লে প্রান ভরে।
খানিক পরে কি হতে কি হলো বুঝতে পারিনি
এ কি !! ছেড়ে দিলে হাত সরে গেলে তুমি ,
চিৎকার করে ডাকলে আমায় দিয়ে হাত ছানি
কান্নায় সবাই ভেংগে পড়লো ,চোখে ছলছল পানি।
নিস্তব্ধ হলো গোটা পরিবেশ তাকিয়ে মোর পানে
কিছু লোক এসে আমায় নিয়ে চলছে কোথায় তা কে জানে।
ঠিক বুঝে গেছি ওরা গোছল করালো
সাদা কাপড়ে মুড়ে দিলো আমায় মাখালো আতর লোবানে।
অবশেষে নিল আমায় আপন ঘরেতে
না তো , রেখে দিলো আমায় নীচে লাশের গাড়ীতে ,
বুঝতে পারছি ঠান্ডা হয়ে যাচ্ছে আমার সমস্ত শরীর
শক্ত হচ্ছে বরফেতে।
জানোতো তোমরা ঠান্ডা আমি সইতে পারি না
আমার জন্য কি এতটুকুও মায়া হয় না ?
নিথর আমি পড়ে আছি একা বরফের গাড়ীতে
একে একে সবাই দেখে আর চলে যায় বাড়ীতে।
শোন তোমরা শোন , আমি লাশ বলছি …
একটি বারের জন্য তোমরা নিয়ে যাও উপরে আমার শোবার ঘরে ,
শেষবারের মতো একটু দেখে আসি, বিদায় নিয়ে আসি ….
বলে আসি ..তোমরা কেদো না আমি যাচ্ছি একেবারে।
জানাযা শেষে চার বেহারার পালকিতে চড়ে
নিয়ে এলো সবাই মোর চীর আপন ঘরে ,
শুইয়ে দিলো মোরে অতি সযতনে
মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, কান্না ভরা মনে।
শোন শোন , তোমরা যেওনা .. যেওনা একা ফেলে
থাকতে পারি না একা অন্ধকার ঘরে ,
ভীষন ভয় পাই… তোমরা চলে যেও না
সাথে নিয়ে যাও .. নিয়ে যাও আমারে।
শোন তোমরা , শোন মোর আকুতি
নিয়ে চলো সাথে .. মোর শেষ মিনতি।
কেউ ডাক শুনলো না , ফিরেও তাকালো না
কেননা আমি তো লাশ , আমি লাশ বলছি।।
•••••••••••••••••••••••••••••••••••••••
১৭ ই এপ্রিল ২০২১ , মাঝরাত
বি:দ্র: এটা কোন গল্প বা কবিতা নয়, এটা রাইটারের মামীর মৃতুর পর উপলব্ধী মাত্র, ভুলক্রটি মার্জনীয়, প্রয়াত মামীর জন্য দোয়া করবেন।