গাজীপুর জেলা স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কাশিমপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহকর্মীর নাম চন্দনা বর্মন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ ৪ বছর ধরে কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করছিলেন চন্দনা। গতকাল শনিবার দুপুরে ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে দোতলা থেকে নিচে চলে আসেন তিনি। কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখে নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, গত রোববার সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।