অবশেষে রুপবানের মৃত দেহ মিললো বেলাই বিলে
মুজিবুর রহমান :
গাজীপুরের কালীগঞ্জে নিখোজের পরের দিন বেলাই বিলে মিললো রুপবানের মৃতদেহ। মৃতের পারিবারিক সূতে জানাযায়, বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আঃ আউয়াল এর স্ত্রী গত ২৮ আগষ্ট সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় নিজ বাড়ি হতে বক্তারপুর বাজারের উদ্দেশ্যে বাহির হয়ে নিখোজ হয়। পরে তাকে বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না ।
অবশেষে গতকাল ২৯ আগষ্ট দুপুর ১ টার দিকে স্থাণীয় বেশ কয়েকজন রুপবানকে বেলাই বিলের পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের বাড়িতে খবর দিলে মৃতের আত্বীয় স্বজনেরা এসে মৃতদেহ সনাক্তকরে দেখতে পায় । তকে উদ্ধার করে সামাজিক কবর স্থানে দাফন সম্পন্ন করেন।
এ বিষয়ে ভিকটিমের ছেলে আহসান উল্লাহ জানান, তার মা দীর্ঘ দিন যাবৎ মৃগী রোগ এ ভুগছিল। তাদের সন্দেহ তার মা পানিতে পরে গিয়ে মারা গিয়েছে। এতে তাদের কারো প্রতি কোনো অভিযোগ নাই।